ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার নির্দেশ দেওয়া উচিত: ইসরায়েলি মন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম

ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার নির্দেশ দেওয়া উচিত: ইসরায়েলি মন্ত্রী

ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার নির্দেশ দেওয়া উচিত: ইসরায়েলি মন্ত্রী

জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আগায়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও উগ্রপন্থি ইহুদি নেতা ইতামার বেন গভির।

গাজা যুদ্ধ শেষ করার জন্য সোমবার (১৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর কয়েক ঘণ্টা আগেই বেন গভির এই মন্তব্য করেন।

ইসরায়েল এখন নির্বাচনী বছরে প্রবেশ করায় বেন গভিরসহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোটসঙ্গীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছেন। তাদের দাবি, ইসরায়েল যেন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হবে না; বিশেষত ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা ভবিষ্যতে এমন রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে পারে, এই আশঙ্কা থেকেই তারা এই চাপ তৈরি করছে।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, একাধিক ধাপে গাজা নিয়ন্ত্রণ করবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ও একটি অরাজনৈতিক ফিলিস্তিনি প্রশাসন, যার তদারকি করবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’। গাজা নিরস্ত্রীকরণ শেষ হলে ও পশ্চিমতীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘বিশ্বাসযোগ্যভাবে’ সংস্কার সম্পন্ন করলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ আছে। এই সম্ভাবনারই কট্টর ইহুদী নেতা বেন-গভির ও তার দল ওৎজমা ইয়েহুদিত।

সোমবার (১৭ নভেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নিজ দলের বৈঠকের শুরুতে বেন গভির বলেন, যারা নিজেদের ‘ফিলিস্তিনি’ বলে, সেই জনগোষ্ঠীর রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তার ভাষায়, এদের লক্ষ্যই হলো, ইসরায়েলের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে সেই রাষ্ট্র গড়া।

তিনি আরও বলেন, যদি ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রের স্বীকৃতি দ্রুত এগোনো হয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে হত্যা অর্থাৎ টার্গেট কিলিংয়ের নির্দেশ দেওয়া উচিত। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসকে গ্রেফতারের আদেশও দিতে হবে। কেৎজিয়ত কারাগারে তার (মাহমুদ আব্বাস) জন্য নির্জন কক্ষ প্রস্তুত আছে।

এর আগে নিজ দল রিলিজিয়াস সায়োনিজমের বৈঠকে যোগ দিয়ে ইসরায়েলের কৃষিমন্ত্রী ও কট্টর-ডানপন্থি নেতা বেজালেল স্মোত্রিচও দাবি করেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনাই বাস্তবে রূপ নেবে না। আমার জীবনের লক্ষ্যই হলো, আমাদের ভূমির কেন্দ্রে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বপ্নকে চিরতরে থামিয়ে দেওয়া।

স্মোত্রিচের মতে, ফিলিস্তিনি রাষ্ট্র চাইলে ডজনখানেক আরব দেশ কিংবা কয়েকটি ইউরোপীয় দেশ বেছে নিতে পারে, কিন্তু এখানে নয়। তিনি দাবি করেন, এটাই ইহুদি রাষ্ট্রের উৎপত্তিস্থল ও এখানেই পূর্ণ সার্বভৌমত্ব নিয়ে তার অস্তিত্ব বজায় থাকবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার প্রকাশিত একটি যৌথ বিবৃতির পর থেকেই এই দুই ইসরায়েলি মন্ত্রী আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। বেন-গভির ও স্মোত্রিচ এর আগেও নেতানিয়াহুকে আল্টিমেটাম দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন।

চলতি বছরের অক্টোবরে বেন গভির সতর্ক করেছিলেন যে হামাসকে ধ্বংস না করলে ও সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের আইনে অগ্রগতি না হলে তার দল জোট ছাড়তে পারে। যদিও পরের মাসে ওৎজমা ইয়েহুদিতের পক্ষ থেকে জানানো হয়, সরকার ফেলে দেওয়ার কোনো ‘সক্রিয়’ চেষ্টা তারা করছেন না। সূত্র: টাইমস অব ইসরায়েল


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com