রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৬ জন নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:৪২ পিএম

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৬ জন নিহত

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৬ জন নিহত

ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৯ নভেম্বর) ভোরে হওয়া এসব হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। ইউক্রেনের পুলিশ বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনের পুলিশ বাহিনী জানিয়েছে, টারনোপিলে একটি বহুতল ভবনে হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। হামলার কারণে কয়েকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রাতের হামলায় অন্তত ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ১০টির বেশি অ্যাপার্টমেন্ট ভবন, একটি স্কুল, সুপারমার্কেট ও একটি অ্যাম্বুলেন্স স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে, এ হামলায় ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। হামলা থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করতে বুধবার (১৯ নভেম্বর) সকালে পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পশ্চিমের লভিভ ও টারনোপিলে প্রবল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের দুই বছর পর শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে সামরিক বন্দিদের দেশে ফিরিয়ে আনতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্ক ও আরব-আমিরাতের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় যোগ দিতে তুরস্কে যাওয়ার আগেই এমন হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ হামলার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাধারণ মানুষের ওপর হওয়া বেপরোয়া হামলা প্রমাণ করে যে রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনকে সহায়তা করা হলে এমন ভয়াবহ পরিস্থিতি বদলাতে পারে। এছাড়াও তিনি মিত্রদের কাছে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : আল-জাজিরা


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com