|
কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
|
|
কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার অন্যদিকে, গুলশান ক্লাবের সদস্যদের নিরাপত্তার জন্য সতর্কতা জারি করেছে পুলিশ। এ ঘটনায় ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গুলশান ক্লাব কর্তৃপক্ষ তাদের সদস্যদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে।গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নুরুল আলম গণমাধ্যমকে বলেন, ডিএমপি থেকে আমাদের ক্লাবের সদস্যদের নিরাপত্তার বিষয়ে পূর্ব সতর্কতা দেওয়া হয়। এরপর, আমরা আমাদের সম্মনিত সদস্যদের এই বার্তা পৌঁছে দিই। পুলিশের সতর্কতা অনুযায়ী ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি আমাদের সহযোগিতা করছে। আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানতাম না, তবে ক্লাবের সামনের চেকপোস্টে পুলিশের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |