কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৫.০৩.২০১৯ ১২:৪৩ এএম

কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

গোয়েন্দা তথ্যে অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা থাকায় মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর ক‚টনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গুলশান-বনানী এলাকা দিয়ে প্রবেশ সড়ক।
পুলিশ জানিয়েছে, রোববার ভোর থেকে এসব এলাকায় নিরাপত্তার স্বার্থে তল্লাশি বাড়ানো হয়েছে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আবাসিক হোটেলগুলোতে সিসি ক্যামেরা সচল রাখা, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানো, বিভিন্ন ক্লাব ও বিদেশি দূতাবাসগুলো ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। টহল পুলিশের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে। এর জন্য বাড়তি জনবল মোতায়েন করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমদ বলেন, নিয়মিত নিরাপত্তার পাশপাশি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
জানা যায়, ডিপ্লোম্যাটিক জোনে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে চালানো হচ্ছে তল্লাশি। এ ছাড়া অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হয়েছে নগরজুড়ে।
অন্যদিকে, গুলশান ক্লাবের সদস্যদের নিরাপত্তার জন্য সতর্কতা জারি করেছে পুলিশ। এ ঘটনায় ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গুলশান ক্লাব কর্তৃপক্ষ তাদের সদস্যদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে।গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নুরুল আলম গণমাধ্যমকে বলেন, ডিএমপি থেকে আমাদের ক্লাবের সদস্যদের নিরাপত্তার বিষয়ে পূর্ব সতর্কতা দেওয়া হয়। এরপর, আমরা আমাদের সম্মনিত সদস্যদের এই বার্তা পৌঁছে দিই। পুলিশের সতর্কতা অনুযায়ী ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি আমাদের সহযোগিতা করছে। আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানতাম না, তবে ক্লাবের সামনের চেকপোস্টে পুলিশের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com