জুলাই সনদে নির্বাচনের দাবিতে
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() . বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। এরপর বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারী দলের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। এতে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা অংশ নেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি দিয়ে তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। ঐকমত্য কমিশনের সব নোট অব ডিসেন্ট বিষয় একত্র করে একটি সংবিধান আদেশ জারি করতে হবে। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, নতুবা দেশ মহাদুর্যোগের দিকে যাবে। বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে নতুন ‘হাসিনা’ তৈরি হতে পারে।” তিনি অভিযোগ করেন, “কিছু দল জুলাই সনদের বাস্তবায়ন পরের সরকারের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে, যা গণআকাঙ্ক্ষার সঙ্গে বিরোধী।” এছাড়া তিনি গণহত্যা ও ফ্যাসিবাদী দোসরদের বিচার দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় প্রদক্ষিণ করে। এর আগে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশ করেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, “দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। আমাদের রাজপথে আন্দোলনের আগ্রহ নেই। বিএনপি যদি জনতার ওপর আস্থা রাখে, তাহলে পিআরে তাদের সমস্যা কী?” সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে পুনরায় বায়তুল মোকাররমে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, মুফতি রেজাউল করীম আবরার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা খলিলুর রহমানসহ কেন্দ্র ও মহানগর নেতারা। বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগর পানির ট্যাংকের সামনে অন্যান্য দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। দলগুলোর মূল দাবি ছিল: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর ভিত্তিতে জাতীয় নির্বাচন; জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা; নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা; পতিত সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা; জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |