সানবার্ন দূর করতে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম

সানবার্ন দূর করতে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে

সানবার্ন দূর করতে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে

সানবার্ন দূর করতে অনেকেই অনেক প্রসাধনী ব্যবহার করেন, তবে তাতে উপকার বিশেষ পাওয়া যায় না। ত্বকের পোড়া দাগ তুলতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ট্যান দূর করার জন্য অ্যালোভেরা সত্যিই উপকারী। চটজলদি কাজ করে অ্যালোভেরা। তবে অ্যালোভেরা শুধু ব্যবহার না করে, সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েকটি উপাদান। তা হলে দ্রুত সুফল পাবেন।

সানবার্ন বা ত্বক থেকে রোদে পোড়াভাব দূর করতে অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়। কিন্তু তাতে বিশেষ উপকার মেলে না। ত্বক থেকে পোড়াভাব দূর করতে তাই ভরসা রাখতে পারেন অ্যালোভেরায়। এটি ট্যান দূর করতে দারুণ কার্যকরী। কীভাবে অ্যালোভেরা ব্যবহার করলে সানবার্ন দূর হবে, জানুন তার উপায়- 

alovera1
অ্যালোভেরা ও বেসন

স্পর্শকাতর ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বেসন আর ২ চা চামচ টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ১৫ হাতে-মুখে মেখে রেখে দিন। পুরোপুরি শুকোনোর প্রয়োজন নেই। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ও ডিম-মধু

ত্বক অতিরিক্ত শুষ্ক হলে রোদে পোড়া দাগ তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে মধু এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই প্যাক মুখে ২০ মিনিট মেখে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

alovera2
অ্যালোভেরা ও পাকা পেঁপে

তৈলাক্ত ত্বক থেকে সানবার্ন বা ট্যান দূর করতে অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস, পাকা পেঁপে ভালো করে চটকে নিন। মুখে, হাতে, গলায় এবং ঘাড়ে মেখে রাখুন আধা ঘণ্টার মতো। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণ মাখতে পারলে সহজেই সমস্যার সমাধান হবে। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com