সুবিধাবঞ্চিত ও শ্রমে নিয়োজিত শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৫১ পিএম

সুবিধাবঞ্চিত ও শ্রমে নিয়োজিত শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান

সুবিধাবঞ্চিত ও শ্রমে নিয়োজিত শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান

সুবিধাবঞ্চিত ও শ্রমে নিয়োজিত শিশুসহ সকল শিশুর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

‘খুলনা বিভাগের শিশু অধিকার পরিস্থিতি–২০২৫’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ‘সচেতন সংস্থা’, মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আর্থিক সহায়তা ও স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের কারিগরি সহযোগিতায়।

সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহের হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়াসিউর রহমান তন্ময় ও পাবলো নেরুদা, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নূরুজ্জামান, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হওলাদার, কোস্টাল ভয়েসের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক কৌশিক দে, আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথী, এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক জুবায়ের রহমান, খুলনা ওয়াসার কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, এওসেড কর্মকর্তা বাহালুল আলম, সাংবাদিক এইচ. এম. আলাউদ্দিন ও দীপংকর রায়, সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন, যুব অধিকার কর্মী মো. আলভী শেখ, শিশু প্রতিনিধি তন্দ্রা দাস, ও ছাত্রনেতা নাহিদ ইসলাম প্রমুখ।

বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে কাজ করার সময় শিশুদের নানা সমস্যার মুখোমুখি হয়েছি। সময়ের সঙ্গে এসব সমস্যা আরও জটিল হচ্ছে। আজকের শিশুরা মাঠে খেলাধুলার পরিবর্তে মোবাইল বা ইনডোর গেমে সীমাবদ্ধ হয়ে পড়ছে—তাদের শৈশব হারিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ে কিছু শিক্ষক আছেন, যারা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে শিক্ষার্থীদের অপমান করেন বা কম নম্বর দেন—এটি শিশু অধিকার লঙ্ঘনের এক রূপ। এসব মানসিক সহিংসতা বন্ধ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়াসিউর রহমান তন্ময় জানান, ২০২৫ সালে শিশুরা নিরাপত্তাহীনতা, সহিংসতা ও কাঠামোগত দুর্বলতার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যৌন শোষণ, দুর্ঘটনাজনিত মৃত্যু ও পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও কিছু ইতিবাচক সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে, তবে সেগুলোর কার্যকারিতা এখনো সীমিত।

প্রতিবেদনের সুপারিশে বলা হয়, শিশু ধর্ষণ, হত্যা ও নিপীড়নের মতো অপরাধে দ্রুত বিচার ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের পূর্ণ বাস্তবায়ন জরুরি।

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার শোষণ ও হয়রানি রোধে একটি জাতীয় ডিজিটাল নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

স্থানীয় পর্যায়ে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়নে শিশু সুরক্ষা ইউনিট গঠন করা প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে শিশুদের ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী’ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং নিরাপদ স্কুল রুট নিশ্চিত করার সুপারিশ করা হয়।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com