নীলফামারীর ১০ কলেজের পাস করেনি কেউ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নীলফামারীর ১০ কলেজের পাস করেনি কেউ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। কলেজগুলো হলো- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাস করেনি। একই উপজেলার চেওড়াডাঙ্গী হাই স্কুল ও কলেজের ৬ জন, গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন, কিশোরগঞ্জ উপজেলার নয়নখান স্কুল ও কলেজের ৫ জন, ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল ও কলেজের ৩ জন, জিলা পরিষদ স্কুল ও কলেজের ২ জন, ডিমলা সীমান্ত কলেজের ২ জন, গয়াখড়িবাড়ী বালিকা কলেজের ২ জন, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের ১ জন ও সৈয়দপুরের সাতপাই হাই স্কুল ও কলেজের ১ জন পরীক্ষা দিলেও পাস করেনি কেউ। নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জেলায় ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |