শিশুদের প্রতি ভালোবাসা
|
হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনে আবু তালহা আনসারির (রা.) জন্ম হলে আমি তাকে রাসুলের (সা.) কাছে নিয়ে গেলাম। তখন রাসুল (সা.) একটি আবা গায়ে তার উটের শরীরে মালিশ করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গে কি খেজুর আছে? আমি বললাম, হ্যাঁ। এরপর আমি তার হাতে কয়েকটি খেজুর দিলাম। তিনি সেগুলো তার মুখে দিয়ে চিবালেন। পরে শিশুটির মুখ ফাঁক করে তার মুখে দিয়ে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। তখন রাসুল (সা.) বললেন, আনসারীদের খেজুরপ্রীতি আর তিনি তার নাম রাখলেন আবদুল্লাহ।’ (মুসলিম : ৫৪২৭) গ্রন্থনা : আম্মার মানসুর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |