ইসলামে পতাকার মহিমা
আরিফ খান সাদ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ১২:০০ এএম

পতাকা মর্যাদা ও গৌরবের প্রতীক। একটি পতাকা একটি জাতি  বা রাষ্ট্রের পরিচয় ও প্রমাণ। প্রত্যেকেই নিজের সম্প্রদায়ের পতাকাকে শ্রদ্ধা করে। ইসলামেও রয়েছে পতাকার আলাদা গুরুত্ব ও মহিমা। রাসুল (সা.) যেকোনো অভিযানে পতাকা সঙ্গে রাখতেন। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) মক্কা বিজয়ের সময় যখন প্রবেশ করছিলেন তখন তার পতাকার রং ছিল সাদা।’ (তিরমিজি)।
সাহাবায়ে কেরামও জীবনবাজি রেখে আগলে রাখতেন নিজ দলের পতাকা। মুতার যুদ্ধে মুসলমানদের পতাকা বহন করছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)। শক্ত হাতে পতাকা উঁচিয়ে ছিলেন  তিনি। এক সময় প্রতিপক্ষের তলোয়ারের আঘাত লাগে তার ডান হতে। ভারী আঘাতে কেটে পড়ে পতাকাবাহী হাত। কিন্তু তিনি পতাকা ছাড়েননি। হাত বদল করে বাম হাতে পতাকা ওড়াতে থাকেন। আঘাত আসে বাম হাতেও। সত্যের বিজয়ী পতাকা তখনও উড়ছে। তারপর পতাকা উড়তে থাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)-এর কনুই ও পেটে। এক সময় পুরো হাতই কেটে পড়ে যায়। তারপর তিনি পতাকা মুখে নিলেন। পতাকা উড়তে থাকে সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)-এর মুখে। তবু পতাকা ছাড়েননি তিনি। (বুখারি : ২/৬১১)
পতাকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আগ্রহ ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। হজরত আবুল আব্বাস সাহ‌ল ইবনে সাদ সায়েদি (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) খায়বার যুদ্ধের দিন বললেন, নিশ্চয় আমি আগামীকাল যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তির হাতে অর্পণ করব, যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন, আর সে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন। তারপর সবাই রাতে এই আলোচনায় মগ্ন থাকল যে, কোন ব্যক্তির হাতে পতাকা অর্পণ করা হবে। ভোরে সবাই রাসুল (সা.)-এর কাছে সমবেত হলো। প্রত্যেকেরই আকাক্সক্ষা ছিল যে, পতাকা তার হাতে অর্পিত হোক। কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, আলী ইবনে আবু তালেব কোথায়? বলা হলো, হে আল্লাহর রাসুল! তার দুচোখে ব্যথা হচ্ছে। তিনি বললেন, তাকে ডেকে পাঠাও। সুতরাং তাকে ডেকে আনা হলো। তারপর রাসুল (সা.) তার চক্ষুুদ্বয়ে থুতু লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। ফলে তিনি এমন সুস্থ হয়ে গেলেন; যেন তার কোনো ব্যথাই ছিল না। অতঃপর তিনি তার হাতে যুদ্ধের পতাকা অর্পণ করলেন।...’ (মুসলিম : ১৮৯৪; আবু দাউদ : ২৭৮০; মুসনাদে আহমদ : ১২৭৪৮)
পতাকার প্রতি রাসুল ও সাহাবায়ে কেরামের শ্রদ্ধাবোধ আমাদের উজ্জীবিত করে। আমরা আমাদের জাতীয় পতাকাকে ভালোবাসি। আমাদের লাল-সবুজের পতাকা আমাদের অহংকার, আমাদের গর্ব ও গৌরব। আমাদের পতাকার সবুজের বুকে লাল রক্তের মতো লাল রঙ পাকিস্তানি জালিম শাসকের বিরুদ্ধে সংঘটিত মুক্তি সংগ্রামে অজস্র বাঙালির শহীদ হওয়ার সাক্ষ্য বহন করে। আমাদের স্বাধীনতার পতাকা বাংলার মুক্ত আকাশে পতপত করে উড়তে থাকবে।
এই পতাকার সম্মান ও মর্যাদা আমরাই ধরে রাখব। রক্ত ও সংগ্রামে অর্জিত লাল-সবুজের এ পতাকা আমাদের

হৃদয়ের সম্পদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com