আল্লাহ সৎপথে পরিচালিত করেন
|
আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ মশা কিংবা তারচেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে দ্বিধাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে, অবশ্যই এটা সত্য, যা তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। কিন্তু যারা কাফের তারা বলে আল্লাহ কী অভিপ্রায়ে এই উপমা পেশ করেছেন! এটা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন। আবার অনেক লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগকারী ছাড়া অন্য কাউকে বিভ্রান্ত করেন না।’ (সুরা বাকারা : ২৬) 5 অহেতুক বিতর্ক করা কাফেরদের কাজ। তাই সবসময়ই তারা কোরআন সম্পর্কে অবাস্তব প্রশ্ন তুলবে। 6 আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহর কাছেই সঠিক পথের দিশা। গ্রন্থনা : হাম্মাদ রিফাত |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |