হাতিরঝিলের ‘ক্যানসার’
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ১২:০০ এএম

শেষ পর্যন্ত হাতিরঝিলের ক্যানসার খ্যাত বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হচ্ছে। তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির এই ভবনটি গড়ে উঠেছিল সরকারি জমির ওপর। হাতিরঝিল সংস্কার করে একটি দৃষ্টিনন্দন স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ ওয়ে তৈরি করে সরকার। তারপরই হাতিরঝিলের সৌন্দর্যহানিকর ভবনটির প্রতি দেশবাসীর ক্ষোভ বাড়তে থাকে। এ নিয়ে সরকার এবং বিজিএমইএ’র মধ্যে দীর্ঘ আট বছর মামলা চলে। ১৯১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ওই ভবনকে হাতিরঝিল প্রকল্পের ক্যানসার উল্লেখ করে রায়ে ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন। তারও দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ নিয়ে সরকার এবং বিজিএমইএ’র মধ্যে অনেক জল ঘাঁটাঘাঁটি হয়। পোশাক রফতানিকারক সমিতি কয়েকদফা সময় নিলেও তাদের শেষরক্ষা হয়নি। কারণ হিসেবে উল্লেখ করতে হয়, বিজিএমইএ’র মতো দেশের প্রধান রফতানিকারক সমিতি নৈতিকভাবে প্রথমেই পরাজিত হয় সরকারি সম্পদ দখল করে বহুতল ভবন নির্মাণ করে। তারা কি জানে না সরকারি সম্পদ অবৈধভাবে দখল করা যায় না! অতিনিকট সময়ে অর্থাৎ ওয়ান ইলেভেনের সময় বিজয় সরণির মোড়ে সরকারি প্রয়োজনে বহুতল র‌্যাংগস ভবন গুঁড়িয়ে দিয়ে বিজয় সরণি-তেজগাঁও ওভারব্রিজ সংলগ্ন একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হয়েছে। বিজিএমইএ অবশেষে হাতিরঝিল থেকে তাদের ভবনটি সরিয়ে নিচ্ছে। আইনকে সম্মান দিয়ে তাদের শুভ চেতনার প্রতি আমাদের শুভাশিস রইল।
তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকরা আমাদের জাতীয় অর্থনীতিতে বড় ভ‚মিকা রাখছে, যা আমাদের দারিদ্র্য বিমোচনসহ প্রবৃদ্ধির হারকে এগিয়ে নিয়ে অর্থনীতির ভিতকে মজবুত করছে। সেই লক্ষ্যে সরকার উত্তরার ১৭ নম্বর সেক্টরে সাড়ে পাঁচ বিঘা জমি দিয়ে নতুন ভবন নির্মাণে সহায়তা দিচ্ছে। ভবনটির কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেজমেন্টসহ পাঁচতলার কাজ সম্পন্নের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমইএ’র এই নতুন ভবন উদ্বোধন করবেন। আর এর মধ্য দিয়ে অনেক অচলায়তনের বাঁধ ভেঙে যাবে। রাষ্ট্র ও ব্যবসায়ী সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা একটি ফলবান দৃষ্টান্ত হয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখবে। আমরা মনে করি, রাষ্ট্র এবং বেসরকারি খাত এমন আন্তরিক ভ‚মিকা রাখলে আমরা আগামী দিনে জাতির জন্য বহুবিধ প্রকল্পে নিজেদের সম্পৃক্ত করে দেশ ও জাতির জন্য কল্যাণকর সময় তৈরি করতে সক্ষম হব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com