গ্রেপ্তার ২ হাজারেরও বেশি
কাশ্মীরিদের ওপর ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৩২ পিএম

কাশ্মীরিদের ওপর ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত

কাশ্মীরিদের ওপর ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় বাহিনী দুই হাজারেরও বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। শ্রীনগর, গান্ডেরবাল, বান্দিপোরা, কুপওয়ারা, বারামুলা, বদগাম, ইসলামাবাদ, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাম সহ একাধিক জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে।

শুধু অধিকৃত কাশ্মীরের ইসলামাবাদ জেলাতেই ঘেরাও ও তল্লাশি অভিযান চালিয়ে ১৭৫ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের থানা ও সেনা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় বাড়ি তল্লাশি ও তল্লাশি অভিযানের সময় ১৭৫ জনকে আটক করা হয়েছে, অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে, বিশেষ করে ঘন বনাঞ্চলে। দুই হাজারের বেশি মানুষকে তুলে নিয়ে পুলিশ স্টেশন ও সেনা ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে।

পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হামলার পর ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী উপত্যকা জুড়ে অভিযান জোরদার করে, ব্যাপক বাড়িতে অভিযান চালায় এবং নির্বিচারে গ্রেপ্তার করে।

ভারতীয় বাহিনী স্বাধীনতাকামী কাশ্মীরিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযানও শুরু করেছে। কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে ভারতীয় বাহিনী বিস্ফোরক ব্যবহার করে সাত কাশ্মীরির পৈতৃক বাড়ি ধ্বংস করেছে। উচ্চমাত্রার বিস্ফোরক আশপাশের বাড়িঘরেরও ব্যাপক ক্ষতি করেছে, কয়েক ডজন পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

অনেকেই কাশ্মীরিদের বিরুদ্ধে দখলদারিত্ব ও উচ্ছেদে ভারতীয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপকে ইসরায়েলি কৌশল হিসেবে মনে করছেন।

অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের (এপিএইচসি) মুখপাত্র আবদুল রশিদ মিনহাস শ্রীনগরে জারি করা এক বিবৃতিতে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com