হুক্কা-শিসার পাহাড়! বনানীর হাবানা বার ঘিরে ডিএনসির অভিযান
নিজস্ব প্রতিবেদক:
|
![]() . বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান শুরু হয়েছে। ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান এ তথ্য জানান। মেহেদী হাসান জানান, বানানীর ১৭ নম্বর সড়কের ডেল্টা ডালিয়া ভবনে হাবানা শিসা বারে অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |