এনবিআরের সদস্য বেলাল হোসাইনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক:
|
![]() এনবিআরের সদস্য বেলাল হোসাইনের বিরুদ্ধে দুদকের মামলা মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান মামলাটি দায়ের করেন। অনুসন্ধান দলে ছিলেন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদ দেখিয়েছেন। তবে তদন্তে তার নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর অর্থ, তিনি ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ গোপন করেছেন। দায়-দেনা বাদে নীট সম্পদের মূল্য পাওয়া গেছে ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা। পারিবারিক অন্যান্য ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় মাত্র ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা। ফলে, তিনি ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |